Close

লবণ সহিষ্ণু (ফুল আসা থেকে পরিপক্ক হওয়া পর্যমত সময়ে ৮ডি.এস./মি. লবণাক্ততা সহ্য করতে পারে) । দানা মধ্যম আকারের অর্থাৎ মাতৃজাত ঢাকা-১ থেকে একটু বড় (১০০ দানার ওজন ৩৪-৩৫ গ্রাম) । দানা গাঢ় লাল রঙের। পডে দানার হার ৭২-৮৪%। বীজে আমিষ ও তেলের পরিমাণ যথাক্রমে ২৩.৮ ও ৪৮.০%। জীবনকাল ১৩৫-১৪৫ দিন। জাতটির জ্যাসিড, পাতা মোড়ানো ও বিছা পোকার আক্রমন সহ্য ক্ষমতা বেশী।