বিনা কৃষি প্রযুক্তি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল লেবু সম্পর্কে জানতে ট্যাব সিলেক্ট করুন।


বিনা কৃষি প্রযুক্তি

জাতের নামঃ বিনালেবু-১

জাতের বৈশিষ্টঃ
o সারা বছর ফলন দেয়।
o ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচাঁলো ও ফল সুগন্ধিযুক্ত।
o পরিপক্ব অবস্থায় কিছু ফলের ২ থেকে ৩ টা বীজ থাকতে পারে, তবে অধিকাংশ ফলই বীজ শূন্য থাকে।
o প্রতি ফলের ওজন ৯০-১৫০ গ্রাম।
o ফলের চামড়ার পুরুত্ব ০.৩-০.৪ সে.মি।
o একটি পরিপক্ক ফলে ৩৮ শতাংশ রস থাকে।
o কলমের চারা রোপনের সময় থেকে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়।

জমি ও মাটিঃ হালকা দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি উপযোগি তবে পানি জমে থাকে না এবং অম্লীয় মাটি (পিএইচ ৫.৫-৭.০) লেবু চাষের জন্য উত্তম। দেশের বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চল, যেমন- সিলেট, চট্রগ্রাম, পার্বত্য চট্রগ্রাম ও মৌলভীবাজারসহ সারাদেশে চাষাবাদের উপযোগীতা রয়েছে।

হেক্টর প্রতি ফলন ২৪-৩৫ টন।

binalebu1


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন

ফল বিশেষজ্ঞ

(সকাল ৯ টা-বিকাল ৫টা)

কল করুনঃ ০১৭১১৯৩১৫০৬

ই-মেইলঃ islamdr.rafiqul@yahoo.com

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী

ড. মোঃ রফিকুল ইসলাম

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

হর্টিকালচার বিভাগ, বিনা, ময়মনসিংহ-২২০২



বিনা কৃষি প্রযুক্তি

বিনা কৃষি প্রযুক্তি

বিনা কৃষি প্রযুক্তি