ভূমিকা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কৃষি মন্ত্রণালয়ের অওতাধীন একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
কৃষি ক্ষেত্রে টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরমাণু শক্তি ব্যবহার করে বিভিন্ন শস্যের উন্নত গুণাগুন সম্পন্ন জাত উদ্ভাবন করা, কীট ও রোগবালাই ব্যবস্হাপনা এবং কৃষিতাত্ত্বিক, মৃত্তিকা- উদ্ভিদ ও পানি সম্পর্কিত গবেষণা পরিচালনা করে বাংলাদেশের বিরাট জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ লক্ষ্যে, বিনা ১৮টি ফসলের মোট ১১৭টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে এবং দেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখে চলছে।
এছাড়াও পরিবর্তীত আবহাওয়া খাপ খাওয়ানোর জন্য অনেক ফসলের Climate resilient ও রোগ পোকামাকড় সহনশীল মিউট্যান্ট উদ্ভাবন করেছে । ফসলের উন্নত জাত ছাড়াও নাইট্রোজেন সারের বিকল্প হিসাবে ৮টি শীম জাতীয় ফসলের জন্য ৮টি জীবাণু সার উদ্ভাবন করা হয়েছে, যা ক্ষেত্রবিশেষে ১৫-২০০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি করে। এছাড়া জাতীয় সার সুপারিশমালা এবং উপজেলা মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা তৈরিতে ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।